মাঝ সমুদ্রে পন্য বাহী জাহাজের লোহার পাহাড়কে আর বিশাল ঢেউ আছাড় মারে না,ওরাও বড্ড চুপ!
সাইবেরিয়ান সারসের দল উদাস নয়নে চেয়ে থাকে!
ওরা বড্ড সাবধানী!
সমগ্র জলের ক্যানভাসে আঁকা জলছবি যেন কেঁপে না যায়!
সমুদ্রজল ছোঁয়া এলোমেলো বাতাস এখন অনেক উপর দিয়ে বইছে!
পাহাড় দু হাত নেডে পথ দেখাচ্ছে ।
সমুদ্র গভীরে আঁকা জল ছবির মুখ গুলো থেকে একটাই আওয়াজ অভয়ার খুনি দের শাস্তি চাই।
মাঝ সমুদ্রে পন্য বাহী জাহাজের লোহার পাহাড়কে আর বিশাল ঢেউ আছাড় মারে না ,ওরাও বড্ড চুপ!
রাতের কালো ভাঙতে রাত জাগা তারাদের গোপন চাওনি কত কথা বলে যায়!
রাত দখলের লড়াই , কত প্রশ্ন কত না বলা কথার জমা আবেগ রেখে যায়।
এ লড়াই কোন দেশের সীমায় কখনো কি আবদ্ধ রাখা যায়?
মাঝ সমুদ্রে পন্য বাহী জাহাজের লোহার পাহাড়কে আর বিশাল ঢেউ আছাড় মারে না,ওরাও বড্ড চুপ!
বিশালকার তিমির দল কাঁপিয়ে তোলে না সমুদ্রের অদ্ভুত নিরবতা।
প্রশান্ত মহাসাগরে আঁকা জল ছবি ভারত মহাসাগরের পুরোটাই দখল করেছে ,
কত রঙ বেরঙের পরিযাযী পাখির দল কত ভাবে বলে যাচ্ছে সে কথা।
তুমি কি সে আওয়াজ শুনতে পেয়েছো ?