এ যেন  যুদ্ধ ,কত কথার পাহাড় বুকে বারুদ ঠাসা !
কত শতকের জমানো আবর্জনার  ঐতিহ্য ।
কত লড়াই কত প্রতিবাদ কত হাতঘুরে মানুষের মত বাঁচার আশা!
নারী মুক্তি , লিঙ্গ সমতা সব কিছু কথার কথা, সব কিছু নদীর স্রোতের মত বয়ে চলা চাবির গোছা।

সভ্যতার পথ ধরে কত জঙ্গল পাহাড়  নদী স্পর্শ করে এগিয়ে চলার মেডেল বুকে শক্ত করে ঠাসা।
তবু কি পেরেছি?  
যে মেয়েটি পথ হারিয়ে কত পথ হেটেছিল জোনাকির আলোয় ,  কত কথা বলেছে সবথেকে উজ্বল তারাটির সাথে।
তাঁকেও ভীত সন্ত্রস্ত হতে দেখি ,সেও দিনের আলোর অপেক্ষায় কত কিছু নিজেকে নিজে বুঝিয়েছে ।
সবাই একসাথে রাত দখলের লড়াই এ নেমে , নিজেকে খুঁজেছি সাধারন মানুষের মাঝে।
এ লড়াই  কত শত আবর্জনার স্তুপ নাডিযে ছেড়েছে ,
এ লড়াই নতুন করে ভাবার  লড়াই।