এভাবেও ভাবা যায়, ভাবার জন্য দেখা দরকার হয় না।
মনের ক্যানভাসে আঁকা ছবিগুলোই যথেষ্ট  না?  
আমি দেখেছি সে মেয়েকে,
সে সারা রাত ফুলতুলে ভোরের প্রথম লোকাল ট্রেনে শিয়ালদা স্টেশনে  ফুলের বস্তা কাঁধে নামছে।
পথ চলেছে  হাওড়ার  ফুলের বাজারের লক্ষ্যে, ওর দু চোখ ঘুমে টলমল করছে।
দেখেছি বলেই ভাবিনি কি?


কতবার  ভোরের আলো ফোঁটার আগে ওকে দেখেছি খোলা চুলে , রানা ঘাট লোকালে।
গ্রাম থেকে  যে সবজি এনেছিল  শহরের বাজারে  সব কিছু   টাটকা   সতেজ, পাইকারি বাজারের দরকষাকষি  লেনাদেনার শেষে  এবার ঘরে ফেরার পালা!  
ওদের চলা বহু যুগ ধরে ইতিহাসে ওদের চিহ্ন থাকেনা!  


ওরা ইতিহাস জানে না ওরা জমির কাদা জলে বীজ বোনে ,সবুজ ফসলে মাঠ ভরে।
ওদের ঘামে ভেঁজা শরীরে কত শিল্প লুকিয়ে, সে সৌন্দর্য দেখার অন্য  চোখ দরকার।
ওদের মনের গভীরে অনেক জমা যন্ত্রনা ,অনেক ইতিহাসের টুকরো পাতা এলোমেলো সাজানো!
সব কিছু তালগোল পাকিয়ে যায়, তাই কি ভাবনার দরজায় তালা দিয়েছি?
স্রোতের টানে এগিয়ে চলার জন্য গা ভাসিয়েছি!
এভাবেও  চলা যায়,  কিন্তু কতদিন?