তখন সবাই একসাথে চেঁচিয়ে কিভাবে সত্য প্রতিষ্ঠা করেছিল,
আসলে ওটা মিথ্যে ছিল!
মিথ্যাকে জোরের সাথে এক সুরে বললে
কি সুন্দর গান মনে হয়!
মন ছুঁয়ে যায়।
মনের ভিতর জায়গা করা ওটাই তো বড় কাজ।
শুধু বিধিসম্মত সতর্কীকরণ,
লক্ষ্য রাখতে হবে সুর যেন না কেটে যায়।
তখন সবাই একসাথে চেঁচিয়ে কিভাবে সঠিক কাজ করেছিল,
আসলে কাজটি সঠিক ছিল না!
সবাই মিলে একসাথে কাজটি করেছিল এটাই বড় ব্যাপার!
সবার অংশ গ্রহন বেঠিক কে সঠিক বানাতে কতক্ষন।
বড় ব্যাপার কাজটি করা চাই।
সঠিক বেঠিক এসব কি?
সংখা গরিষ্ঠ বড় কথা।
তখন সবাই এক সুরে এক তালে কথা বলেছিল, কোথাও কোন এুটি ছিল না।
তবুও কোথাও একটা মিথ্যের গন্ধ,
সেই দুর জঙ্গল থেকে বয়ে আসা ফুলের সুগন্ধ
যেমন কোনও বাঁধা আটকাতে পারে না।
কোন এক সময় , কোন এক মুহূর্তে প্রকৃত সত্য সামনে আসবেই!
তাই কি আজও সমুদ্রের একাকী আঁছড়ে পড়া ঢেউয়ের মত
সে আশাবাদী একজন।
কোন এক পথ হারা নাবিকের জন্য অপেক্ষমাণ !