সম্পর্কের খোলা বাজারে কত সম্পর্ক তৈরী হয় ,
কত সম্পর্ক অচিরেই হারিয়ে যায় !
সব সম্পর্ক কি সম্পর্ক হয়?
সময়ের রুটিন খাতায় চোখ বুলিয়ে,প্রয়োজন অপ্রয়োজনের ঘেরা টোপে  কত সম্পর্ক শুধু  চেনা কেও  হয়ে থাকে!
আমিত্বের বন্ধন , অজানা সুন্দর কিছুর অপেক্ষা ,
কত সম্পর্ককে জলের দরে বিক্রি করে দিয়েছে পাইকারি বাজারে !
সত‍্যই কি প্রয়োজন ছিল?

সম্পর্কের খোলা বাজারে কত সম্পর্ক তৈরী হয়,
কত সম্পর্ক অচিরেই হারিয়ে যায়!
চেনা মানুষের অচেনা রুপ, জানা বোঋার নতুন পাঠ!
সব কিছু একই থাকে শুধু হারিয়ে যায় কত সব ভালোলাগা।
কখনো তো জানতে চাই নি চলার নামে এগিয়ে যাবার অজুহাতে কতটা পিছিয়ে পরেছি!
তবু কেন অনেক পথের বাঁকে উঁকিদেয় সম্পর্কের কোনও এক সুক্ষ বন্ধন !
সত‍্যি কি সম্পর্কের খোলাবাজারে প্রকৃত সম্পর্কের নিলাম হয়?  
বাজারের আনাচে কানাচে বড় বড় সাইন বোর্ড কত প্রচার।
তবু কেন কেও নকল হইতে সাবধান  
এ বোর্ড ঝোলাই নি বাজারের রাস্তায় ?