কাল রাতে আলো আঁধারের গোলমেলে
মেলবন্ধনের মাঝে তোমায় দেখেছিলাম।
তুমি হাসছিলে নিরব বুদ্ধিমানের তাচ্ছিল্য হাসি।
ইতিহাসের পাতা থেকে বেরিয়ে আসছিল
তোমার আত্ম অহংকার , তুমিই রাষ্ট্র ।
তুমি দেবতার প্রিয়, তুমি দেবতার সমতুল্য।
তোমায় দেখেছিলাম ক্ষমতার চূড়ায়,একবিন্দু মত দেখাচ্ছিল।
প্রাচীন যুগে তোমায় কখনো সম্রাট অশোক হয়ে পেয়েছি কখনো মধ্য যুগের খলজী সম্রাট আলাউদ্দিন খলজী ।
সিরাজের রোমান্টিক কাহিনী আচ্ছন্ন আধুনিকতার ছোয়ায়।
তোমার হাতে জ্বলজ্বল করছিল বিশাল তরবারি ।
তোমার চোখেমুখে ফুটে উঠছিল নির্বোধ শয়তানের কঠোরতা।
তুমি দুরে চলেগিয়েছিলে, ক্ষমতার নিজস্ব মেজাজ লেপটে ছিল তোমাকে।
স্তাবকরুপে শয়তানের অবাধ ঘোরাফেরা তোমার চারপাশে।
ঘুমে আচ্ছন্ন থেকেও বার বার তুমি রাজমুকুট খুঁজেছো।
তোমার ক্ষমতার পূর্নলগ্ন দেখতে চেয়েছিল কত জন?
তুমি নিরব,কি যেন না বলার যন্ত্রনায় ছটফট করছো।
তোমার চোখের কোনায় জমা জল , কত কথা না বললেও বুঝিয়ে দেয় কত কিছু !
তুমি ক্ষমতা হারিয়ে বুঝেছিলে,
তোমার প্রতি কত মানুষের ভালোবাসা ছিল !
সব খেলায় শুধু রাজমুকুটের, প্রতিবাদ প্রতিরোধ হিন ক্ষমতার ভালোবাসা।