পুরনো ছাঁচে,রঙ বেরঙের নতুন মাটি,
নাক মুখ পালিশ করেও মুখের পরিবর্তন হয় কি?
সভায় কবি  বলেছিল, সাত চল্লিশে ব্রিটিশ দেশ ছেড়েছে  
সাথে দিয়েছ, জামা  জুতো কোট  আরো  কত  কি!
সে সব তুমি বুক আগলে রেখেছো!
ভালোভাবে ওদের 'সেন্স অফ জাষ্টিস' নিয়েছো কি?
উত্তর না হবে জেনেই আনমনে বলেছিল,
ওটাই মনে হয় আগে নিতে হতো।


পুরনো ছাঁচে,রঙ বেরঙের নতুন মাটি,
নাক মুখ পালিশ করেও মুখের পরিবর্তন হয় কি?
আলোচনা সভায় কবি সেদিন বলেছিল,
হাওড়া ব্রিজে বসে যে পাখি প্রযুক্তির গর্ব করে  
তার কাছে বড় বাজারে ভাঙা ব্রিজের
দুমরে যাওয়া ট্যাক্সি চালকের গল্প বলেছো কখনো।
তুমি নিশ্চয় হাওড়া ব্রিজে খৈনি গুটকার পিকের প্রলেপ  দেখাও নি।
চুনের স্পর্শে ক্ষতও দেখেনি, সে কি যন্ত্রনা ।

পুরনো ছাঁচে,রঙ বেরঙের নতুন মাটি,
নাক মুখ পালিশ করেও মুখের পরিবর্তন হয় কি?
আলোচনার  সভায় কবি সেদিন   বারংবার  বলেছিল,
যে পাখিটি বিবেকানন্দ রক ঘুরে দক্ষিণেশ্বরের মন্দির চাতালে বসে
ইতিহাসের পাতা উল্টাচ্ছে,
তার কাছে তুমি ধর্ম মাখা রাজনীতির পরিনাম জানতে চেয়েছো কি?  
সে চিৎকার করে বলেছিল 'সেন্স অফ হিউমারের' গোড়ায় আগুন দাও,
ওটাকে জাগিয়ে তোলো, আজ ওর জাগা খুব দরকার!