পুরনো ছবি গুলো কেমন নষ্ট হয়ে যাচ্ছে,
নিজের ছবিতে নিজেকেই চিনতে পারি না!
গ্রুপ ছবিতে নিজেকেই খুঁজে পেতে ঘাম ছুটছে ,
চেহারার কত পরিবর্তন!
কিন্তু মনের? মনের ক্যামেরা কি খুব দামি ? খুব যত্নশীল পরিপাটি?
আজও সব কিছু কত পরিষ্কার ঝকঝকে মনের অ্যালবামে সাজানো।
মন  বুঝি যাদু জানে !

পুরনো ছবি গুলো কেমন নষ্ট হয়ে যাচ্ছে,
নিজের ছবিতে নিজেকেই চিনতে পারি না!
পাড়ার শিব মন্দিরের ছোট্ট বট গাছটিকে জড়িয়ে কত ছবি
বটের গাড় সবুজ পাতা আমার গাল স্পর্শ করেছে,  
কত কাছে আমরা সেই ক্ষনে!
ও আজ কত বড় ওকে দেখতে মাথা ঊচু করতে হয়!
সত্যি ও আমার জীবনের শিক্ষক আজও মাথা উঁচু রাখতে শেখায়!

পুরনো ছবি গুলো কেমন নষ্ট হয়ে যাচ্ছে ,
নিজের ছবিতে নিজেকেই চিনতে পারি না!
সমুদ্রের আছড়ে পরা ঢেউয়ে মন খুলে হাঁসি!
বড় বড় ঢেউয়ের সাথে কোলাকুলি!
সে ছবিতে মুখগুলো সব আবছা, ছবি গুলোর অনেক বয়স।
ছবি গুলো বয়সের ভাঁড়ে কেমন নুইয়ে পরেছে!
কিন্তু মন, সে যে এখন তরুন, ঠিক সেদিন যেমন ছিল!
তাই কি পুরনো ছবির অস্পষ্টতার মাঝে তোমাদের সাথে আজও নিজেকে লুকিয়ে খুঁজি ।