আগমনীর টানে মহালয়ার পুণ্য লগ্নে , মাতৃ পক্ষের সূচনায় একটু মনমাতানো বাতাসের ছন্দে বন্ধুকে শুভেচ্ছা বার্তা 'শুভ মহালয়া' ।
কোন উত্তর আসেনি , হয়তো অন্য কাজে ব্যস্ত  
নয়তো নিজের মধ্যে নিজেকে গুটিয়ে ,সমস্যা এড়ানো !
নিজের সাথে নিজের লড়াই  এ বিধস্ত নিজেকে লুকিয়ে রাখা।

সকাল গডিযে দুপুর , রোদ্র তেজে বেসামাল !
ব্যাস্ততার চেনা ছবি রাস্তা ঘাটে ,
বাজারে উপচে পরা ভিড় ।
একটু ভালো মন্দ খাবার আয়োজন !
বাজারের ব্যাগ কাধে  মোবাইল বেজে উঠলে , বেকিয়ে চুডিয়ে  ফোনটা ধরতেই শুনলাম ,
“শুভ মহালয়া “ বলি কি ভাবে  চার পাশে এত অসুর বেডে গিয়েছে , অফিস , আদালত , পুলিশ প্রশাসন সব কিছু দখল করতে চলেছে  মানুষ রুপি অসুর !
কোন উত্তর করতে পারি নি !
শুধু বলেছি  আমরা যে  চিনতে পেরেছি এটাই বড কথা  মা নিশ্চয়  পারবে এদের  নিধন করতে !
ও বলেছিল চার দিনে এত কাজ ?  
তবু  ভরসা একটাই মা যে দশভুজা ।


তখন সন্ধ্যা হয় নি , কাশ ফুলের বুক ছুয়ে বেহিসেবি পূবের বাতাস , আশ্বিনের টুকরো মেঘের সাথে কথা বলতে বলতে বহু দুর দেশে হারিয়ে গিয়েছে  ।
শত শত মানুষের  আনন্দের মাঝে কোথাও  একটা কিন্তু সব কিছুর মাঝে একটাই দাবী অভযার অপরাধীদের বিচার চাই।
মা তোমার মেয়ের যন্ত্রনার বিচার .অসুর রুপের  চির তরে নিধন চাই।
মোবাইল ম্যাসেজ বক্সে টুক টুক শব্দ করতে করতে ম্যাসেজ ঢোকে,
“নতুন সকালের প্রত্যাশায় শুভ মহালয়া!”