পথের সন্ধানে কত কাল হেঁটে চলেছি
তোমার ঘরের জানালার পাশে যে গাছে ছোট্ট ছোট্ট পাখিরা বাসা বাধে,ওদের বাচ্চারা বড় হয় নি।
ওদের চোখ খুলেছে কি?
না ওরা আনন্দে আপ্লুত হয়ে চোখ খুলতে চাই না!
ওরা শুধু মায়ের মুখের থেকে খাবার খায়।

পথের সন্ধানে কত কাল হেঁটে চলেছি
ওরা চিৎকার করতে পারে না ওরা খুবই ছোট।
সেই কখন ওদের মা ওদের জন্য খাবার আনতে গিয়েছে এখনো তো ফিরছে না!
সে কি পথ হারিয়েছে , নাকি বেঁচে থাকার লড়াই এ পরাজিত এক যোদ্ধা!
ওরা ছোট,ওরা ক্ষিদে সহ্য করতে পারছে না!
ওদের গলার শব্দ কেও শুনতেই পাচ্ছে না।

পথের সন্ধানে কত কাল হেঁটে চলেছি
ওরা নিজেরাই গাছের ডালে বেরিয়ে এসেছে !
ওরা চোখ খুলেছে ,এ লড়াই সত্যি ওদের বেঁচে থাকার লড়াই ।
ওরা জানে না কত পথ কত বাঁক কত কত বাঁধা পেরিয়ে তবেই প্রকৃত পথের সন্ধান পাওয়া যায়।  
ওরা শুধু এক টুকরো খাবার চাই ,ওরা বাঁচতে চাই
ওরা কি জানে, নিজের পথ নিজেকেই তৈরী করতে হয়।