একদিন সব ছেড়ে পাগল হয়ে যাব, কোন চিন্তাই থাকবে না!
তুমি হেঁসে বলেছিলে, পাগল সে তো তুমি আছোই!
নতুন করে হবার দরকার কি?
এ উত্তর সত্যিই তো খুঁজিনি! সে বলেছিল,
কেও টাকার জন্য পাগল, কেও সন্মানের জন্য, পদের জন্য আবার কেও মন,শরীর কত কিছুর জন্য পাগল।
একদিন সব ছেড়ে পাগল হয়ে যাব, কোন চিন্তাই থাকবে না।
তোমাদের ঈর্ষা বিদ্বেষ কোন কিছুতেই আমার কিছু যাবে আসবে না।
তোমরা বাঁচার নামে প্রতিদিন প্রতিমূহুর্ত মরতে থাকো!
তোমরা এগিয়ে চলার কথা বল, কিন্তু চলার নামে পিছতে থাক।
আর ভালোবাসা ,সে বহুল প্রচলিত কথার যাদু !
তোমরা কাছে টানলেও আঁকড়ে রাখতে পারো না।
একদিন সব ছেড়ে পাগল হয়ে যাব, কোন চিন্তাই থাকবে না!
জীবন নামের উপন্যাসের প্রতিটি পাতায় কত কি লেখা,
সবটাই রঙিন হয় না।
তবু চেষ্টা আরও কিছু রঙিন চাওয়া পাওয়াতে ভরিয়ে তুলি কিছুটা।
পাহাড় রুপি জীবনের মাথা ধরে নাড়ানোর জন্য কত বার কত ভাবে ধাক্কা দিয়েছি।
সত্যি কি কোনভাবে নাড়াতে পেরেছি?
তবে পাগল হবো কি ভাবে সেও কি কম হিসেবের ।
তাই কি পাগলের অভিনয় করে চলেছি ?