আন্দামানের গভীর সাগরে তৈরী ঘুর্নিঝড়ের কাছে চিঠি লিখেছি ।
ছত্রে ছত্রে বলেছি শক্ত এক ঝড় দাও
মানুষরুপি শযতানদের দেহে চেপটে থাকা মুখোশ গুলো খুলে যাক।
আর কোন অভয়াকে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে শেষ হয়ে যেতে হবে না!
মানুষগুলো আর পাঁচজনের মত, হাত পা চোখ নাখ মুখ সব একই!
পোশাক পরিচ্ছদ মানান সই, ডিগ্রীপত্র কম না,
কথাবার্তা পালিশ করা! চেয়ারটাও বেশ বড !
কিন্তু মনটা?
আন্দামানের গভীর সাগরে তৈরী ঘুর্নিঝড়ের কাছে চিঠি লিখেছি ।
বলেছি ওদের সব কথা!
কি সুন্দর কথায় কথায় সন্ন্যাস নেওয়ার কথা বলে
ওদের দেখে মনে হয় এ পৃথিবীর সব মোহ লোভ লালসার থেকে বহু যোজন দুরের একজন।
বাস্তবে সবটাই মিথ্যে, চেয়ার ধরে রাখার জন্য যা খুশি তাই করতে পারে।
প্রযোজনে কুইন্টাল কুইন্টাল তেল মারতেও পিছু পা হবে না।
কিন্তু চেয়ারে বসে এক ডায়লগ, ওদের কোন পদ চাইনা কোন কিছুতেই কোন লোভ নেই!
ঘন্টার পর ঘন্টা এক কথা শুনে মনে হবে এই বুঝি জামা পত্র গুছিয়ে সন্ন্যাস জীবনের জন্য হিমালয়ের পথে রওনা দিল।
কিন্তু সত্যিটা ঠিক উল্টো ! ওরা খুব নিচু মনের!ওদের পুরোটাই লোভ লালসায় ভর্তি।
আন্দামানের গভীর সাগরে তৈরী ঘুর্নিঝড়ের কাছে চিঠি লিখেছি।
আরজি কর হাসপাতালের ঊচু উচু চেয়ার আলো করে ওরা কত কিছুই না করেছে।
ওরা মানুষ মারতেও পিছু পা হবে না , ওরা সব দুর্নীতির কারিগর।
শিক্ষিত বুদ্ধি দীপ্ত চেহারায় ঢাকা ওদের ভয়ঙ্কর শয়তান রুপ!
ওরা রাজনীতি করে না, রাজনীতিকেই ব্যাবহার করে!
আর জি করের বাতাস ওদের উলঙ্গ করছে ।
কিন্তু ওদের চলাফেরা, শুধুই কি আর জি করে ?