সে এক কান্ড বটে, সমাজ বাঁচাতে সে এক আয়োজন
ন্যায় নিতীনিষ্ঠ সৎ নেতা দরকার!
কিন্তু বাঁছা হবে কি ভাবে ?
এখন তো আরটিফিসিয়াল ইন্টেলিজেন্সির বাজার, সাথে রোবোটিক টেকনোলজি, আর সফ্ট ওয়ারের কারবার দারুন।
কিছু একটা করা দরকার , বিজ্ঞানীরা তাদের কাজ শুরু করেছে !
দু হাজার পঞ্চাশের শুরুতে যন্ত্র আবিষ্কার হয়ে যাবে
সরকার পক্ষ বাজেটে মোটাটাকা ধরে দিয়েছে ।
ভোটের বাজারে ব্যাপক প্রচার
সরকারের কাজের সাফল্যের তালিকায় নতুন সংযোজন!
সে এক কান্ড বটে , সমাজ বাঁচাতে সে এক আয়োজন !
হঠাৎ করে ভোটের আগে ওরা বলে বসলো যন্ত্র আবিষ্কার হয়ে গিয়েছে,
দু হাজার পঞ্চাশ না এ মাস থেকেই ব্যাবহার করা যাবে!
সব দলের নেতা মন্ত্রীদের ডেকে মেসিন কিভাবে কাজ করবে বোঝানো হচ্ছে মেসিনটি শুধু দুর্নিতীগ্রসত নেতা ধরে চুপ থাকবে না।
অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি ও দিয়ে দেবে।
পারসেন্টেজের হিসেবে অপরাধের নিখুঁত মাত্রা বের করে শাস্তি প্রদান করবে।
অপরাধের মাত্রা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি মৃত্যু দণ্ড পর্যন্ত হতে পারে ।
সে এক কান্ড বটে,সমাজ বাঁচাতে সে এক আয়োজন !
যন্ত্রটি বড একটি ঘড়ের মত।
পুরোটাই এক সমুদ্র ঘেরা মনোরম পরিবেশে বসানো।
যারা মেসিন থেকে সফল হয়ে আসবে,তারা ভোটের মাঠে বাকিরা সোজা জেলের পথে।
এসব শুনে বহু নেতাই রাজনিতী ছাড়ার কথা বলছে, অবসর নিতে চাইছে!
সে কি কান্ড ! ওরা যে মেসিন ভাঙার কথা বলছে।