ওরা জানতে চাই,বলতে পারবে ওদের কি অপরাধ?
আমি ভালো নেই।
ওরা রাস্তায়,ক্লাস রুমে ওদের থাকার কথা
ওরা চাকরিহারা!  
ভালো থাকা কি যায়?
ওদের ঘুম নেই, খাওয়া নেই,
প্রখর রোদে রাস্তার ধুলোমেখে উদাসীন!
ওদের চোখে কত অভিমান  জমা।
ওরা যে শিক্ষক ,ওদের বড় পাওয়া সন্মান!
ওরা চিৎকার করে বলছে আমরা যোগ্য !
আমাদের সন্মান ফিরিয়ে দাও।
বলতে পারবে,ওদের কি অপরাধ।


ওরা জানতে চাই,বলতে পারবে ওদের কি অপরাধ?
ওরা কেও বিজ্ঞান ভালোবাসে,কেউ সাহিত্য।
ওদের কেউ হিউম‍্যানিটিসের  পাতায় মুখ গুঁজে জীবন কাটাতে চেয়েছে।
ওরা রাস্তায় ,ওদের ছাত্র ছাত্রীদের জানা নেই  
যোগ‍্য অযোগ্য শিক্ষকের  জটিল অঙ্ক !
ওরা জানতে চাই ভালো  থাকার  কিছু জডিবুটি ,তাবিজ ,কবজ জানা আছে কি?
আমি ভালো নেই।
বলতে পারবে ওদের  কি অপরাধ!