ওরা সেদিন দলে দলে আসলো,ওরা সেদিন যে যেভাবে খুশি আঘাত করে গেল।
ওদের মধ্যে কিছু মানুষ তোমার কত চেনা কত আপনজন ।
তুমি দেখেছিলে অনেকেই তোমার চোখে চোখ রেখে তাকাতে পারেনি কিন্তু আঘাত হেনেছিল।
ওরা কি বাধ্য? ওদের চালিত হতে হয়?
নিশ্চয় ওদের পিছনে  শক্তপোক্ত হাতের ফোলানো পেশী চনমন করে।

ওরা সেদিন দলে দলে আসলো,ওরা সেদিন যে যেভাবে খুশি আঘাত করে গেল!
ওরা কি রাজনীতি করছে ? নীতিহীন ক্ষমতার রাজনীতি!
নাকি ওদের ভিতরে ঘৃনার আগুন জ্বালিয়ে দিয়েছে ।
তুমি কি লক্ষ্য করেছিলে যে মানুষটি  তোমাকে চরম আঘাত হেনেছিল ,
তোমার অসহায় মুখে তাকিয়ে আরও চোখের নিচে  জমা জল ছিল ।

ওরা সেদিন দলে দলে আসলো,ওরা সেদিন যে যেভাবে খুশি আঘাত করে গেল!
তুমি পরাজিত যোদ্ধার মত অসহায়,তোমার হাত শুন্য তোমার সব অস্ত্র তুমি যে তোমার প্রিয়জনদের তুলে দিয়েছো!
তুমি একা , সম্পুর্ন একা !
প্রতিদিন প্রতিমুহূর্ত কত মানুষ এভাবে ক্ষমতার রাজনীতির চোরা গলিতে হারিয়ে  যায় অচেনা অজানা মানুষের ভীড়ে।
তুমি হারতে শেখোনি , তুমি আশাবাদী !
নীতিহীন রাজনীতির মাঠে,ছলনার মায়াজাল বুনে কিছু সুযোগসন্ধানী কাপুরুষ দাপিয়ে বেড়াচ্ছে ।  
ওরা মিথ্যের পর মিথ্যের পাহাড় সাজিয়ে,অট্টহাসি হাসছে!
ওদের মানুষ ক্ষমা করে না ,
ওরা একদিন ঘৃণার আগুনে পুড়ে ছাই হয়ে যাবে।