এখন রাতের ট্রেন ধরতে বিরক্তি আসে না,
এগারোটার ট্রেন বারোটায় আসলে কিছুই মনে হয় না।
এখন তো আর ঘুমে চোখ বন্ধ হয়ে আসে না , ঘুম আনাতে হয়!
বড্ড হিংসে হয় ষ্টেশনের প্লাটফরমের ঘুমিয়ে থাকা চোখ গুলো দেখলে,
ওদের আমি কতটা হিংসে করি এটা জানলে
ওদের বুক গর্বে ভরে যেত।
দূর থেকে একটা ইঞ্জিন গাড়ি নিয়ে আসছে ,
ও কত আস্তে পা টিপে টিপে ঘরে ঢোকার মত আসছে।
ও কত সতর্ক, ওর শব্দে কারো ঘুম যেন না ভাঙে।
বার বার মনে হচ্ছিল চিৎকার করে বলি
জোরে জোরে হর্ন বাজাও , সকলের ঘুম একসাথে
ভাঙিয়ে দিl
সবাই কে জাগিয়ে তুলি!
কতবার রাতের অন্ধকারে ফুটপাতে তাকিয়ে দেখেছি ,
কি সুন্দর ওরা ঘুমচ্ছে!
ওরাই একমাত্র জানে ঘুমেতেই শান্তি লুকিয়ে,
জেগে থাকলেই যত সমস্যা।
তুমি কি দেখোনি ,ভোরের আলো ফোঁটার আগে ভুল করে কোকিল ডাকছে,
ও যে বুঝতেই পারে নি ভোর হতে অনেক বাকি।
ও যে রাত জেগে কত কি ভেবেই চলেছে , ওর চোখে ঘুম নেই।