ওকে একটা পুরস্কার দাও, কি সুন্দর না জানা
না বোঝার অভিনয় করছে!  
ওর ধৈর্য্যর জন্য কিছু একটা দেওয়া দরকার।
সে জানে লোকটির কথাবার্তা সব ভুল,
মিথ্যে কথার শেষ নেই।
নীতি আদর্শ বলে কিছু একটা আছে, সেটা ও জানে না।
দুর্নিতী ও অসততার প্রকৃষ্ট উদাহরণ!
তবুও সে কি সুন্দর লোকটির কথায় হ্যাঁ মিলিয়ে যাচ্ছে !
কি সুন্দর তেল মারছে!
লোকটি নিশ্চয়ই ছোট,মেজো বা বড় নেতা!

ওকে একটা পুরস্কার দাও,কি সুন্দর না জানা
না বোঝার অভিনয় করছে!
ওর ধৈর্যের সাথে সহ্য শক্তির জন্য কিছু একটা দেওয়া দরকার।
ধুৎ শুধু পুরস্কারে হয় কি?
মোটা অঙ্কের কিছু টাকা পয়সা দরকার।
সরকার মনোনীত বড় বড়  কিছু পদে বসিয়ে দাও।
আর দেখতে হবে না ,
তেল মারার সাথে সাথে বিতর্ক  সভায় গলা ফাটাবে!
ওর পিছনে কবি, সাহিত্যিক বা শিল্পী কত তকমা সাটা আছে ।
আর ওসবের থেকে বড় একটা স্টিকার আছে বুদ্ধিজীবি নামের।
ওর নির্লজ্জতায় মানুষ যে শব্দ গুলো মন থেকে শ্রদ্ধা করে,
সেটা মুখে নিতে ভয় পাই।
আর ওকে দেখ কেমন দুকান কাটার মত নির্লজ্জ ভাবে রাস্তার  মাঋ দিয়ে হাটছে।
ওকে একটা পুরস্কার  দাও।