আজ একটি গল্প বলি,
ওদের গল্পে হাজার হাজার কবিতা লুকানো !
প্রচন্ড গরমে হাঁস-ফাস করছিল,
কত করে বলেছিলাম ওসব সস্তা দেশী মদ খাবেন না ,
শুনলে না আমার কথা।  
শুধু বলেছিলে ওদের কাছে যেতে গেলে ,
ওদের কাছের হতে হবে!
ওদের খাবারে নাক সিটকালে চলবে না।
বেশ বেসামাল হয়ে  
ভরদুপুরের ওদের মাটির ঘড়ের অতিথি ।
কিন্তু কে জানতো পা টলমল করলেও
মাথা ঠিক চলছিল,
সেদিনই লিখেছিল রাজকন‍্যার নরক যন্ত্রণা ।

আজ একটি গল্প বলি,
ওদের গল্পে হাজার হাজার কবিতা লুকানো!
অধিবাসী মেয়ের লড়াই ,
প্রতি দিন প্রতিমুহূর্তে!
কখনই মুখের মিষ্টি হাসিতে কমতি ছিল না।
ওদের গল্প কবিতায়  ,
ওদের আবেগ মনের গভীরে ।
ওরা লড়াই করতে জানে ওরা প্রতিবাদী !
কিন্তু নিজের সাথে নিজের লড়াই করতে করতে
ওরাও বড় ক্লান্ত!
আজ এটুকুই থাক, বাকিটা পরে একদিন।
এ গল্পের  যে কোন শেষ নেই ।