অনেক চেনা মানুষের মাঝে অচেনা কণ্ঠস্বর, নিজেকে বাঁচাও!
চারপাশে কত প্রলোভনের পসরা সাজানো!
একবার বিক্রি হয়ে গেলে , আর ফেরা যায় না !
শুধু হাত বদল হয় মাত্র ।
তাই নিজেকে বেচো না।
কত শত ব্যাপারি তোমার চারপাশে কত লালসা কত প্রলোভন !
বিক্রি হতে যেও না।
অনেক চেনা মানুষের মাঝে অচেনা কণ্ঠস্বর, নিজেকে বাঁচাও!
চারপাশে কত প্রলোভনের পসরা সাজানো!
নিজেকে নিজের কাছে হারিয়ে দিও না।
নিজের চিন্তা চেতনা বিবেক বন্ধক রেখে এগিয়ে যেও না।
তুমি যে বহূ মানুষের শ্রদ্ধার আসনে নিজের স্হান করে নিয়েছো! কেন হারাবে সে ভালোবাসা ?
ওরা তোমাকে সেখান থেকে আস্তাকুঁড়ে ছুড়ে ফেলবে।
পারবে কি একাকি নিজের সাথে নিজে কথা বলতে ?
পারবে কি নিজেকে আয়নার সামনে দাঁড় করাতে?