পুরান জানি না, পৌরাণিক রহস্য  ভেদ  করতে বসেছি!
রামায়ন মহাভারত অল্প অল্প গল্প জানি,
গভীরতা খুঁজি না!
নারদ জানি ,দেখতে যে পাই!  
আমাদের চারপাশে কত নারদ, এপাশ ওপাশ ঘুরে বেড়াই ।
আর্য অনার্য কিছুই বুঋি না ,
তবু ঘাম ঝড়িয়ে অতীত খুঁজি !
বেদ পুরান গীতা  সব কিছুই পূজোর আসনে ।
ওদের পাতায় চোখ না বুলিয়ে , ফুল বেলপাতায় মুডিয়ে মন্ত্র উচচারনে বেশি আগ্রহ !
ধরম বুঝি না , ধর্ম করি।
পথ বুঝি না পথ চলতে শুরু করেছি!
নিজেকে বুঝি না অন্যকে বোঝার দাবি করি।
সমাজ বুঝি না সমাজতন্ত্রের তত্ব আওড়ায়!
জীবন কে বুঝি না জীবনের রহস্য উদ্ঘাটনের কারিগর হতে চাই
গাল ভরা হাসি নিয়ে বলি জীবন রহস্য বড জটিল!