কত কত রাত চেনা  আকাশের এখানে ওখানে ছড়িয়ে থাকা তারাদের কোন খোঁজ পাইনি !
কত কথা না বলা থেকে গিয়েছে ভোরের  তারাদের ।
কত রাত আমার অপেক্ষায নিরব থেকেছে রাতজাগা পাখির দল।
সময়ের গতি আর আগামীর নেশায় বুঁদ হয়ে হারিয়ে ফেলেছি কত চেনা জানা !
কখনো কি খুঁজেছি কত ছোট ছোট চাওয়া পাওয়ায় লুকিয়ে  থাকা অনেক অনেক পাওয়া কে ?
কত দিন কেও বিক্রম বেতালের কথা বলেনি, ইশবের গল্পে ঘুমিয়ে পড়া  শিশুর মুখে স্বস্তির ছাপ দেখতে দেখতে নিজেকে খুজিনি কত কাল!

কত কত রাত চেনা  আকাশের এখানে ওখানে ছড়িয়ে থাকা তারাদের কোন খোঁজ পাইনি !
শরতের বাতাসের সাথে শিউলি ফুলের নিবির সম্পর্কের রসায়ন খুজিনি কতদিন।
হালকা শীতের স্পর্শ, মন নাড়া দেওয়া সকাল
সব কিছুর মধ‍্যে কোথায় যেন চেনা সুরের অচেনা লয়।তবু আমি নিজেকে খুঁজি কত বার ,
কত ভাঙা চোড়া  ইমারতের হারানো স্মৃতির ঐতিহ্যের বন্ধনে!
নিজেরই চেনা জগতের অচেনা রুপের গভীর অন্ধকারের গুহার গভীরে,আমি হারিয়েছি নিজেকে।
সত‍্যি কি আমি নিজেকে খুঁজতে চেয়েছি?
সত‍্যিই কি কখনো জানতে চেয়েছি নিজেকে?