মেঘ আকাশে বাতাসের লুকোচুরি ,অচেনা অজানা পাখিদের কোলাহল!
পাহাড় সমুদ্র একাকার!আকাশে বাতাসে কানাকানি,
ইতিহাস বলছে অমানবিক সূবিধাবাদী নীতি নৈতিকতাহীন প্রশাসকের কাছে সুবিচার প্রত্যাশা
ফুটো পাত্রে দিবা রাত্রি জল ঢালার সমান।


মেঘ আকাশে বাতাসের লুকোচুরি, অচেনা অজানা পাখিদের কোলাহল!
অত্যাচারি  নন্দ  শাসকের অত্যাচার বর্ননাতে,চানক্যের চোখ।
এ সত্য এড়াতে পারি কি ?
নন্দ বংশের পতনের ইতিহাসে সে সত্য উজ্বল ।
জাগ্রত সমাজ , জাগ্রত !
কোন শক্তি, কোন কূটনিতী  এ ঝড় থামাবে ?
এরা সমাজের শিরা উপশিরায় বিশুদ্ধ রক্তের সঞ্চালন ঘটিয়েই থামবে।
জাস্টিস ফর আর.জি.কর,মানবিক সমাজের হৃদয়ের কথা,
এ শব্দ থামার না।


মেঘ আকাশে বাতাসের লুকোচুরি, অচেনা অজানা পাখিদের কোলাহল।
এ সমাজের আনাচে কানাচে জমা আবর্জনা  পরিস্কারের ডাক দিয়েছে নাগরিক সমাজ,
তিলোত্তমার  স্মৃতি বুকে আগলে সবাই আজ রাস্তায় ।
ওরা রাস্তায় নেমে রাতের আঁধার মুছেছে ,ওরা মুক্ত কণ্ঠে চিৎকার করে বলছে রাত দিন সবটাই আপনার সবটাই আমার!