রাত তখন অনেক ,ভাঙাচোরা ঘুমের মাঝে ভগবানকে দেখলাম।
কি চাইবো আর কি চাইবো না ভেবেই ঠিক করতে পারলাম না!
শুধু বলেছিলাম তোমার যা ইচ্ছে তাই দাও।
কিছু ক্ষন পর মনে হয়েছিল অনেক কিছুই চাওয়ার ছিল।
অনেক অনেক টাকা , অনেক সম্পদ
বাকি জীবনটা জমিয়ে কাটত। কিন্ত?
রাত তখন অনেক, ভাঙাচোরা ঘুমের মাঝে ভগবানকে দেখলাম।
রাতের আকাশের দুষ্টু তারারা খিলখিল করে হাসছে!
ওরা কি জানতো ?আবার আমি ভুল করবো?
কিন্তর পর কিন্ত বসিয়ে কত প্রশ্ন করে যাব।
রাত জাগা পেচাঁর দল আড় চোখে তাকিয়ে !
সব কিছু বড্ড এলোমেলো বেহিসেবি।
তবু কোথাও একটা ভরসা আছে! মাথা তুলে বাচাঁর অদম্য প্রয়াস,
নিজের ভিতর থেকে নিজেকে তৈরি করা!
অনেক ভেবে সেদিনও কিছুই চাইতে পারি নি!
শুধু নিজেরে খুঁজতে চেয়েছি মনের গভীরে।
সে কোন গভীর রাতের দুর্যোগের ঘনঘটা পিছু ফেলে
অবিরত এগিয়ে চলেছি সামনের পথে।