এমনটি হয় জানতাম নাতো, শুনেছি বহুবার
তবে বিশ্বাস করতে পারি নি !
শুনেছিলাম শত্রু তৈরী করার জন্য মানুষের উপকার করলেই হবে ,
আর বিশেষ কিছুর দরকার নেই!
কিন্তু কিন্তু একটা ভাব যে ছিল না তা ঠিক বলতে পারি না!
তবে কথাটি নানা ভাবে নানা আঙ্গিকে শোনা।
এমনটিও হয় জানতাম নাতো, শুনেছি বহুবার
তবে বিশ্বাস করতে পারি নি!
ওরা বলেছে ,জীবনের অনেক পথ অতিক্রম করে শত্রুর পাহাড় দেখে চিন্তিত !
সত্যিই কি এত মানুষের উপকার করেছে?
জানতাম না তো কখনো, অনেকেই বলে এটাই বাস্তব ।
কেউ বলে এসব কথাই আসে না নিঃস্বার্থ উপকারে,
যেখানে কোন প্রতিদানের প্রত্যাশা থাকে না!
তাই নিজের মনে নিজে বলে চলেছি এমনটিও হয়,তবু কেন মেনে নিতে পারি না।
এমনটিও হয় জানতাম নাতো, শুনেছি বহুবার
তবে বিশ্বাস করতে পারি না!
বহুবার বহু ভাবে মিথ্যের উপস্থাপন সত্যিই মিথ্যে সত্যিতে পরিনত হয়।
রঙ না মাখিযে বলতে হলে বলতে হয়, গুজবের ব্যাপক প্রচার সত্যতা পায়।
তবু জানি না এর শেষ বিন্দু কোথায় লুকিয়ে।
এমনটিও হয় জানতাম না তো শুনেছি বহুবার
তবে বিশ্বাস করতে পারি না!
ভুল পথে চলতে চলতে কোন এক সময় সেটাকেই সঠিক মনে হয়।
আবার কখনো কখনো সঠিক ভুল এসব অর্থ হীন হয়ে যায়।
জীবনের গতিময়তায় এসব তুচ্ছ হয়ে উঠে!
তবু কি প্রশ্ন এড়িয়ে যেতে পারি ?
তবু কি না বলে থাকতে পারি, এর নাম জীবন হতে পারে না ।
বেঁচে থাকার প্রয়োজনে অজুহাত হতে পারে মাত্র ।