সে পথের অনেক রুপ ,সে চলার অনেক ভাঁজ !
কখনো পথের ক্লান্তিতে নিজেকে দেখার ইচ্ছে ছিল না।
কত মানুষের কত রুপ ,সবাই নিজের মতো!
একই চেহারার দুজন কখনো দেখেছি কি?
না, সেও কি সম্ভব !
নিজেকে খোঁজার কোন চেষ্টাই নেই!
তবু অন্যের মধ্যে নিজেকে খোঁজার জন্য কত কিছুই না করি!
একদিন একসময় এক মুহূর্তে নিজেকে খুঁজবো অনেক অনেক দুর আকাশের সীমানা ছাড়িয়ে,
হউক না সে কল্পনার রঙে রঙিন কোন জগৎ ,হউক না সে এক না বোঝা না জানা ভিন্ন কোনও গ্রহের পাথুরে মাটিl
তবু খোজা দরকার !
সে পথের অনেক রুপ , সে চলার অনেক ভাঁজ !
অনেকটা উপরের পথে হাঁটতে হাঁটতে চূড়ায় পৌছেছিলাম, বুঝতেই পারি নি।
এখানে মেঘেদের ছোঁয়ার চেষ্টা করতে হয় না,মেঘেরায় আমাদের ছুয়ে যায়।
একেই কি বলে মেঘের দেশ?
মেঘের সাথে কত কথা! আমার চারপাশ মেঘে ঢাকা,নিচে সব কিছু অস্পষ্ট , গাছ পালা চেনা সব কিছু কেমন অদেখা।
অনেক অনেক উপরে উঠলে এভাবেই অদেখা থেকে যায় কি?
আর কিছু ভাবনা না শুধু মেঘের সাথে খেলা,সারাক্ষন শুধু ওদের সাথে!
সে কোন নিচ থেকে কত কত প্রচেষ্টায় মেঘের দেশে মেঘের কাছে।
এ ভালোলাগার কোন ভাগ হতে পারে না!
এখন তোমরা আমাকে খুঁজতে যেও না শ্রাবনের কোন একদিন জলভরা মেঘ নিয়ে ফিরে আসবো!
তুমি তো দেখেছো ,নদী নালা সব কিছু শুকিয়ে কাঠ হয়ে আছে! এরই নাম কি গ্লোবালওয়ারমিং?