একোন খেলায় মেতেছো, হিন্দু মুসলমান আমরা ওরা!
আঘাত হেনেছে ধর্ম নিরপেক্ষতার প্রাচীরে।
এ খেলা ভয়ঙ্কর এ খেলায় বন্য পশুর গোঙানি আছে ,
আছে রক্তের গন্ধ ।
হিংসার আগুনে হিন্দু পুডছে না মুসলিম সে উত্তর কেউ খুঁজেনা!
শুধু মানুষ মরে,তোমার আমার মত রক্ত মাংসের মানুষ।
ক্ষত বিক্ষত রক্ত ভেজা শরীরের কোন ধর্ম নেই,
সে শুধুই পৈশাচিক নিপীড়নের স্বীকার!
সে চিৎকারের কোন রঙ হয না।
নিস্তব্ধ রাতে একাকি সব হারানো মায়ের দুচোখ জলে ভরে যায।
চোখের সামনে জ্বলতে দেখেছে বাড়ি ঘড শেষ সম্বল টুকু।
সে মায়ের চোখের জলে কোন জাত খুঁজে পাবে কি ?
একোন খেলায় মেতেছো, হিন্দু মুসলমান আমরা ওরা!
টুকরো করছো নিজেদের,
ভেঙে চুরে চুরমার করেছো মন।
সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ তকমা লাগিয়ে কি উল্লাসে ছুটেছো।
রাত জাগা পাখিদের চোখের আড়ালে
মনুষ্যত্ব কে বালিশ চাপা দিয়ে দমবন্ধ করেছো,
সম্পর্কের বন্ধনে ফাটল এনেছো রাজনীতির ময়লা জলে গা ভিজিয়ে !
ওরা রক্তের নেশায় মত্ত
ওদের আরও অনেক অনেক কিছু চাই!
চাওয়ার নেশায় ওরা অন্ধ ।
একবার চোখ মেলে দেখেছো কি,কত শত মানুষ আজ রাস্তায়!
ওদের আলাদা করবে কিভাবে?
ওদের মনুষ্যত্ব এখনো বিক্রি হয়নি।