মহাভারতের  যুদ্ধে কর্ন কি জানতে পেরেছিল তার সারথি শল্যকে ?
নাকি কর্ন চরম পরিনতি জানতো ?
তাই নতুন কিছু জানতে চাই নি।
মৃত্যু  শেষ কথা বলে  সে সত্যি কর্ন জেনেছিল  ,সে যে নিজের  হাতে রক্ষা কবজ দান করেছিল।
তবু নিরস্ত্র যোদ্ধার  উপর তীর বর্ষন  সেটা হয়তো জানা ছিল না।
ধর্ম রাজনীতি কোথায যেন মিলে মিশে একাকার হয়ে যায়!
কর্ন কি কোন প্রশ্ন করেছিল না নির্বাক শ্রোতা হয়ে রননীতির নতুন পাঠ নিয়েছিল।

সে কোন দূর অতিতের ছবি , তবু আজও কত উজ্বল ! আজও যুদ্ধ ভূমি প্রস্তুত ।
ধর্ম রাজনীতির মাখামাথি অবিশ্বাসের বাতাস চারপাশে।আজও কি আমরা সারথি কে বুঝতে পারি না?
আজ পথ হারানোর ভয়ে পথ চলতেই ভুলে গিয়েছি , নিজেকে খুঁজেছি অজানার অন্ধকারে ।
পরিস্হিতি থামাতে পারে না সব কিছু ,তবু মাথা উঁচু করলেই অনেকটা পথ দেখা যায় ।
কর্ন কি  তাই অনেক অনেক  দূর কত সহজেয় দেখেছে।
হাসি মুখে মানতে হয়েছে কাছের মানুষের চক্রান্ত !  
হয়তো হাজার না বলা প্রশ্নের মাঝে না বলা থেকে গেছে সেই প্রশ্ন !
আর কত দিন এভাবে ?