তুমি সেই মানুষ, লেখনি কথা বলে
একথা বার বার মনে করিয়েছো!
তুমি সেই, যে কখনো একা হতে দাওনি।
তোমার চোখে কত স্বপ্ন কত আশা , তবু তুমি নির্লিপ্ত!
সে কোন ভোরের আলো যে আলোতে তোমায় দেখা যায় না,
শুধু দূর থেকে তোমার সাজানো শব্দের ঘ্রান !
তুমি সেই মানুষ ,লেখনি কথা বলে
একথা বার বার মনে করিয়েছো।
তুমিতো ধরে রাখতে চাও নি ,
তাই কি সময়ের কাটা গুলো বিরদর্পে বুকফুলিয়ে গতিময়!
নিজেকে সাজাতে কখনো তুমি জঙ্গলে, ফুল তুলেছো?
তুমি তো জুঁই ফুল খোপায় তোলো নি!
তোমার চোখের আগুন লেখার শব্দে ,
তুমি সে লেখা কখনো ছাপতে দাওনি।
সত্যিই তুমি কি নিজেকে লিখতে পেরেছো?