কলমটি ঠিক মতো চলতে চাইনা,
সব রেখা কেপে  কেপে যায়!
কলম না মনের গোলমাল ঠিক বুঝি না।
তবে কিছু একটা বটে, ঘটনাকে তো অস্বীকার করা যায় না।
বোঝা আর না বোঝা  শব্দ গুলোর মাঝে  অনেক অনেক কিন্তু থাকে ।
বুঝে না বোঝা অদ্ভুত শিল্প , নিপুন দক্ষতা দরকার।

কলমটি  ঠিক মতো চলতে চাইনা,
সব রেখা কেপে কেপে যায়!
তবু লেখার অদম্য ইচ্ছে ,আপ্রাণ প্রয়াস !
কত কত শব্দ প্রতিদিন  চোখের সামনে মিছিলের মত এগিয়ে চলে।
মৌন মিছিলের দরজা  ভেঙে কিছু শব্দ কত কি বলতে চাই!
তবে কি লেখার সেই আগুন নিজেকে হারিয়েছে ?
নাকি নতুন করে শব্দের আগুনের ফুলিঙ্গ  ছোটাতে চাই।