সামনে গাজর ঝুলছে ,চোখের সামনে লকলকে গাজর!
প্রতিবাদ প্রতিরোধ , ওসব একটু না দেখা না বোঝা থাক।
সুযোগ হারালে মুশকিল যা প্রতিযোগিতা চারপাশে।
সবাই এক সাথে হাঁটা শুরু করেছিলাম
অনেকেই কোথায় হারিয়ে গিয়েছে!
সত্যিই কি নিজেই নিজেকে হারিয়ে ফেলেছি?
আক্ষেপ একটু হয়,সঙ্গে কিছুটা অস্বস্তি
ওসব ভেবে লাভ কি সামনে অনেক পথ!


সামনে গাজর ঝুলছে, চোখের সামনে লকলকে গাজর !
আমাদের বাঁচতে ভুলিয়েছে ,ওরা ছুটিয়ে নিয়ে বেড়িয়েছে।
চোখের সামনে ঝুলতে থাকা গাজর থেকে চোখ ফেরাতে পারি নি!
মুখে ঠুসি বাঁধা পশুদের শষ্য ক্ষেতে অবাধ বিচরনের মত ছুটে চলেছি অবিরত!
সত্যি কি পশুদের মত?
না, ওদেরও এক বন্ধন আছে!
আমরা অন্য এক শৃক্ষলে বাঁধা ,
আমরা নিজেরাই নিজেদের শৃক্ষলিত করেছি।
ওদের যে ভয় পাই ,ওরা ক্ষমতার চূড়ায় ।
আর সবকিছুর শেষে চোখের সামনে ঝুলতে থাকা গাজর!
বড্ড লকলকে, এড়িয়ে যায় কি করে?
কিন্ত একদিন নিজেকে নিজের সামনে দাঁড় করাতে হবেই।
সেদিনের উত্তর জানা আছে কি?