ঘনকুয়াশায় নিজেকে লুকিয়ে মুচকি হাসি চেপে
ফিস ফিস কথা বলে !
সব কথা এভাবে কি বলা যায!
এই বুঝি চাদর সরিয়ে মুখ খুললে আলো।
অনিশ্চয়তা বুকে আগলে মনের গভীর খোঁজা
না ,বোঝাপড়া সে সব প্রশ্ন ছিল ।
তবু সে প্রশ্ন কখনো সামনে আসেনি !
শুধু মুচকি হাসি চেপে ফিসফিস কথা বলে!
চৈত্র শেষে গরমে হাসফাস, কুয়াশা কোথায় !
দুরদেশের নাম নাজানা পাখি পথ হারিয়েছে,
খুঁজছে শীতমাখা ঘনকুয়াশা,
নিজেকে লুকিয়ে হারিয়ে যাওয়া কুয়াশা!
উত্তরে পাহাড়ী নদী কুয়াশার চাদর জড়িয়ে মুচকি হাসছে!
পাখিদের ডাকবে কাছে?
শুধু মুচকি হাসি চেপে ফিসফিস কথা বলে!