কোন এক সময়ের চেষ্টা কখন অভ‍্যেসে পরিনত হয়েছে বুঝিনি,তবু ছুটে চলেছি!
হাজার পথের রুক্ষ বালির স্পর্শ এখন স্পর্ধা না, সেও এক অভ‍্যেস।
অন‍্যযের বিরুদ্ধে রুখে না দাঁড়িয়ে কত কত অজুহাতের টিলা বানিয়েছি।
এখন অজুহাতের দরকার হয় না দেখেও না দেখার অভ‍্যেস হয়ে গিয়েছে।
বুঝেও না বুঝে থাকা,কি অসাধারন  শিল্প কলা আয়ত্ব করেছি!


কোন এক সময়ের চেষ্টা কখন অভ‍্যেসে পরিনত হয়েছে বুঝিনি, তবু ছুটে চলেছি!
আশায় আছি সেদিনের , যেদিন অভ‍্যেসের একঘেয়েমিতে ক্লান্ত মন সব কিছুর উর্দ্ধে চিৎকার করে বলবে, আর না অনেক  হয়েছে আর আমি আমার ধৈর্য্যের পরিক্ষা দিতে পারবো না!
চেনা জগতের অচেনা রুপ দেখার অভ‍্যেস  কোন অন্ধকার গূহায় টেনে নামিয়েছে  আজ বুঝতে পেরেছি ।
যে প্রতিবাদের স্বর হারিয়ে ছিল মেনে নেওয়ার অভ‍্যেসে, আজ আর  কোন শক্তি  আমার কন্ঠ স্বর আটকাতেপারবে না।
ভুলকে ঠিক বলে চালিয়ে দেওয়ায়  অদ্ভুত কৌশলে আর মানুষ কে বোকা বানানো যাবে না।
এবার  অভ‍্যেস ভাঙার অভ‍্যেসে মানুষ যে রাস্তায় ।
এই ঝড় কে থামাবে ? কোন লগ্ন পেরিয়ে মানুষ ছুটে চলেছে?