কত কিছুই কিনেছি ,দামি গাড়ি দামি বাড়ি
কত দামি দামি জিনিষপত্র !
সত্যি কারো মুখের হাসি কিনতে পেরেছি কি?
কত টাকার বিনিময়ে কত টুকু হাসি পাওয়া যায়
সে সব খোঁজ যে করিনি সেটা বলবো না।
হিসেব নিকেশের জটিল অঙ্কে সব কিছু এলোমেলো করে
হাসি কিনতে গিয়ে কত কত দুঃখ কিনেছি!
তাই কি আজ একাকি রাতের জোনাকির মত
মিটমিটে আলোয় নিজেকে দেখি
আর নিজের মনে বলে যায সত্যিই আমি অঙ্কে খুব কাঁচা
কিছুতেই হিসেব মেলাতে পারি না।
কত কিছুই কিনেছি ,দামি গাড়ি দামি বাড়ি
কত দামি দামি জিনিষ পত্র !
তবু মনে হয় কত কিছু বাকি।
সে কোন একক্ষনে নিজেকে নিজে শক্ত বাঁধনে বেধে ঠিক করি ,
যেভাবেই হউক এবার হাসি কিনবো অনেক অনেক হাসি।
কত মেলা খেলার মাঠঘুরে গ্রাম গঞ্জের ধুলো মাডিয়ে
অনেক হাসি কিনে এনেছি।
খোলা আকাশের নিচে সবুজ ঘাসের গালিচায় শরীর লুটিয়ে ,
আকাশের বুকে ডানা মেলা পাখিদের বলেছি ,
দেখো আমি পেরেছি , কত কত হাসি কিনেছি।
কেও কোন উত্তর করেনি! সত্যি কি হাসি কেনা যায়?
এ হাসি নকল হাসি নাতো?