ভেবেছিলাম একটা উপন্যাস লিখবো কত চরিত্র চারপাশে লাফিয়ে বেরোচ্ছে, কিন্তু কি করি নায়ক আর ভিলেন বুঝতে বুঝতে দম আটকানোর জোগার !
ভেবে চিনতে ঠিক করলাম ছোট গল্প লিখে ফেলি
অল্প কথায় অনেক কিছু ।
অনেক খুঁজে নায়ক পেলাম , বেশ চলন সই কিন্তু বাঁধ সাধলে বৃষ্টি ,
জলের চিটে লাগতেই প্রলেপ সরে আসল রুপ বেরিয়ে গেল।
লিখতে আমাকে হবেই ,
তাই অনু গল্প লিখতে এগালাম !
ঠিক করলাম আমার দেখা চেনা জানা কিছু তুলে ধরি !
সেখানেও বিপদ, সবাই দেখি নাটক করে চলেছে !
চেনা জানা কোথায়?
আর ভাবনা চিন্তা না , কবিতা লিখবো
শব্দের পর শব্দ সাজাবো ।
যা খুশি তাই বলবো , স্বাধীন ।
কিন্তু অর্থ খোঁজার দায়িত্ব তোমার।