নিজেকে পড়তে পেরেছি কি? এই প্রশ্ন কত বার এসেছে
কত কথার মাঋে , কত না বলা বলা হয়ে যায় !
কত চলার পথে অজানা পথের সন্ধান মেলে
তবুও নিজেকে পড়তে ,কত বার কতভাবে শুধু পাতা উল্টে চলেছি।
নিজেকে পড়তে পেরেছি কি?এই প্রশ্ন কতবার এসেছে
দূরদেশ থেকে যে পাখিরা ঘরে ফেরে,
তাদের চোখে ফেরার আনন্দ দেখেছি কি?
অনেক পথ চলায় ওদের ডানায় শক্তি থাকে না,
ক্লান্ত হয়ে যায়।
তবু মন হারতে চায় না , শক্তি জোগায়।
দেহ মনের এক সুরে মুচর্ছণা,
রাগ রাগিনির দরজায় আঘাত হানে বার বার।
নিজেকে পড়তে পেরেছি কি? এ প্রশ্ন কতবার এসেছে
সে কোন পনে নিজেকে আবদ্ধ করে পড়ায় মন দিয়েছি !
ভূমিকা ,অধ্যায় কিছুই বাদ রাখিনি।
তবু কিছু প্রশ্ন থেকেই যায়,
এত তারা তারি কিভাবে উপসংহারে পৌছে গেলাম!
এটাও কি সম্ভব ?
নিজেকে নিজে প্রশ্ন করে উল্টানো পাতা গুলোতে
চোখের সাথে মনের ছোওয়া খুঁজতে গিয়ে বুজলাম ,
এখনও সূচিপত্রের সবটাই শেষ করতে পারি নি।
নিজেকে পড়তে পেরেছি কি? এই প্রশ্ন না হয় বাদ থাক।