ক্ষমতার পাহাড়ের কত স্বাদ কত রুপ রস গন্ধ ,
অদ্ভুত এক নেশা জড়ানো !
নিজেকে হারিয়ে নিজেকে খোঁজা সব কিছুই মনে হয় কত সোজা ,
তাই অবাধে ছুটে চলা !
নেই কোন বিরাম, নেই কোন ক্লান্তি, শুধুই পাবার আনন্দ!
ও পাহাড়ে গাছ জন্মায় না তবু সব কিছু সবুজ দেখি
সবটাই আলোর খেলা!
ওখানে সবটাই শুকনো , বড় বড় গাছের ছাঁয়া না থাকলেও, কাঁটা ভরা ক্যাকটাসের অভাব হবে না।
তবু ওখানেই মন টানে, কি জানি কি একটা হয়!
ক্ষমতার পাহাড়ের কত স্বাদ কত রুপ রস গন্ধ ,
অদ্ভুত এক নেশা জড়ানো !
ক্ষমতার মধু ভান্ডারে লেপটে থাকা মানুষের একজন হয়ে,সময়ের কোন হিসেব ছিল না!
ন্যায় নীতি এসবের তোয়াক্কা না করে ,ভাসিয়ে দিয়েছে নিজেকে।
কত জানা অজানা সত্যের সামনে দাঁড়িয়ে ,
নতুন ভাবে নিজেকে না খুঁজে, গা ভাসিয়েছে গতানুগতিকতার স্রোতে!
কখনো কি মনে হয় নি ক্ষমতার ক্ষনিকতার রহস্যময় জগতের কাহিনী?
তাই কি ভয় করে চোরা স্রোতের!
বারংবার সবকিছুর মাঝে উদাসী চেহারা কিছু একটা খোঁজে।