ও মানুষ,  তোমরা জাত পরে খোঁজো।
আমায় একটু খাবার দাও,তিনদিন আমার মেয়েটি কিছু খাইনি।
ও যে চলতে পারছে না,ওকে যে উঠতেই হবেl
কাঁটাতার  এখনও অনেক দুরে !
আমাদের যে দেশ ছাড়তে হবে!

ও মানুষ,তোমরা জাত পরে খোঁজো।
আমায় একটু খাবার দাও।
মেঘ ঢেকেছে আলোকে,চারপাশে অন্ধকার ।
আলের কাঁটা পা কেটেছে ।
ও আমার ছোট্ট মেয়ে বড় আদরের।
রক্ত ভেজা পায়ের ছাপ দিয়ে যাচ্ছে এদেশকে!
কোথায় যাব জানি না কিন্তু যেতে হবেই!

ও মানুষ, তোমরা জাত পরে খোঁজো।
আমায় একটু খাবার দাও।
আমার মেয়েটি কেমন চুপ করে গিয়েছে ।
অবাক হয়ে আকাশের বুকে উড়তে থাকা পাখিদের দিকে তাকিয়ে!
ওর খেলার পুতুল গুলো এখনো ওর বিছানায় ছড়িয়ে ছিটিয়ে।
ও বেরিয়ে পড়েছে খালি হাতে , পিছু নেওয়া কুকুরটি ক্লান্ত ,ওর দিকে তাকিয়ে আমার মেয়েটি কেন কিছু বলছে না।
হাসনুহানার গন্ধে পাগলের মত নেচে উঠতো যে মেয়ে, কোন গন্ধ ই সে নিতে পারছে না।
ও মানুষ আমায় একটু খাবার দাও,
এখনও অনেকটা পথ  চলতে হবে।