ডাইনি এক ছাপপা, ও বলেছিল আমার কপালে লিখে দিয়েছে ,
তুমি তো ডাক্তার ,পারবে না তোমার চকচকে ছুরিটা দিযে কেটে বার করে দিতে?
আমার শরীরটাই আমাকে ডাইনি বানিয়েছে!
ওরা আমাকে আগুন জ্বালিয়ে পুডিযে মারবে ।
আগুনে ঝলসে যাবে ডাইনিটা।
আগুনে আমার বড্ড ভয়।
ওরা আমার শরীরটা ছিডে খেয়েছিল ,
ওদের রাতভর শরীরের ক্ষিদে মিটেছে এশরীরে ।
কোথায় ছিল ভিতরের ডাইনি?
ওদের তো ডাইনি শেষ করতে পারে নি!
ওরা আমার ঘড জালিয়ে শেষ করে দিতে চেয়েছিল।
ওরা মুখ বন্ধকরতে চাই!
কোমরের নিচ পুড়েছিল, তোমরা বোঝনি।
ও চিৎকার করে বলেছিল,
ডাক্তার, আমি আগুন ভয পাই,আমাকে বাঁচান।
কপাল কেটে,অনেক অনেক ভিতর থেকে বের করুন ডাইনির ছাপপা।
তখন অন্ধকার, নিস্তব্ধ চারপাশ।
এবার নিজে নিজের প্রশ্নের সামনে,
আর কতদিন চুপ, শুধু চুপ?