নিলামে উঠছে গাড়ি-বাড়ি ,বন্ধুত্ব!
সব কিছুর পেছনে প্রাইস ট‍্যাগ লাগালো ,
বড় বড় হরফে লেখা জিএস টি আলাদা।
শান্তনা একটাই কলিযুগে এটাই নিয়ম, একেই বলে ভবিতব্য!
যে মানুষটি ধর্ম খোঁজেনি কোনদিন ,
চলার পথে শুধুই মানুষ খুঁজেছে তার মুখে কলির তত্ব শুনেছি!
সম্পর্কের ছেঁড়া সুতো হাতে দাঁড়িয়ে এক প্রজন্ম থেকে আরেক  প্রজন্ম।


নিলামে উঠেছে গাড়ি-বাড়ি ,বন্ধুত্ব !
সব কিছুই বিক্রি হচ্ছে শপিং মলের শোকেসে !
বিশ্বাস ভরসা  নিতী নৈতিকতা হীরের দরে পাওয়া যাচ্ছে, পকেট একটু মোটা থাকলেই কেনা যাচ্ছে ।
আর কি চাই  ?
নিজেকে নিজের মতো গুছিযে নেবার  জন‍্য এখরচা তো করতেই হয়।
ক্ষমতা প্রভাব প্রতিপত্তি বাড়ানোর জন‍্য ইনভেষটমেনট তো দরকার , কম্পিটিশন মার্কেট!
ক্ষমতা আর ক্ষমতা এটাই মুল মন্ত্র ।
যাই হোক যেভাবেই হওক ক্ষমতা দখল রাখা চাই ই চাই।
সে  পুজোর আগে বস্তা ভরতী বিশ্বাস, বেশ কিছু নিতী নৈতিকতাও কিনে  নিয়েছে , সঙ্গে ফিরি পেয়েছে বন্ধুত্ব!
শরদীযার অফার একটার সাথে আরেকটা ফিরি !
এ সুযোগ কে ছাড়ে, ঘোর কলি !

নিলামে উঠেছে গাড়ি-বাড়ি ,বন্ধুত্ব!
তখন রাত্রি বেশ,ঘুম না আসার অভ‍্যেসে ব‍্যাঘাত ঘটিয়ে কে যেন কানে কানে বললো-
চার দেওয়ালের বন্দি দশা থেকে বেড়িয়ে খোলা আকাশের নিচে তাকিয়ে দেখ ,রাতের তারারা কত কথা বলছে!  
শুধু তোমাকে রাতের পাখিরা ঘডে ফেরার আগে কিছু কথা বলতে চাই।
আমি বলেছিলাম কে তুমি,ও বলেছিল বন্ধু !
তবে তোমার কেনা নকল বন্ধু না !
প্রকৃত বন্ধু , এেতা দাপর ও কলি সব যুগেই এক।
এ বন্ধুর জন‍্য কেও ট‍্যগ লাগায় না ‘নকল হতে সাবধান’।