কেও কি আমার কবিতা পড়বে , বস্তা ভর্তি কবিতা নিয়ে এসেছি।
কত নিত‍্য প্রয়োজনীয় দ্রব্য ফেরী করতে দেখেছো।
কিন্তু কবিতা ফেরি?
সোজা সাপটা উত্তর ,কি করবো বলো পেট আর মন দুটো দুদিকে চলে।
কবির কথায় পেটটা না ভরলে কবিতা না খেতে পেয়ে মড়বে।
কবিতা ফেরি করি পেটের দাযে না হলে , বিনা পয়সায় কবিতা পড়াতে কে বা না চাই!
কালি কাগজ মগজ আর কি চাই, কবি তো এতেই খুশি ।
সবই ঐ পেটের জন‍্য !  
সেদিন কারা যেন এসেছিল , কি সব নাম ওদের । বলেছিল, কত বছর তোমার মাথার উপর চাল নেই!
একভাবে প্রতিদিন রাতের তারাদের দেখতে দেখতে তুমি ক্লান্ত ।
তোমার মাথার উপর একটা শক্ত পোক্ত ছাদ থাকবে , কত রঙ বেরঙের ঝাড় বাতি জ্বলবে!
পেট শক্ত, মন চনমনে।
শুধু তোমার শব্দ সাজানোর খেলাটি হবে আমার ইচ্ছেতে।
কোথায় দাঁড়ি কোথায় কমা সেটা না হয় আমার উপর ছেড়ে দাও ।
তোমার কবিতার বই সাজানো থাকবে নামি দামি মানুষের শো কেসে ।
কবি তুমি কত খুশি !
দীর্ঘ নিশ্বাস নিয়ে মানুষটি বলেছিল, কবি আর থাকলাম কোথায়?