কবিতা তোমার দুই রুপ ,তোমার বাইরের রুপ  আমার দেখা,
কিন্তু ভিতরের রুপ, সে তো অনভূতি দিয়ে স্পর্শ করতে হয়।
সে গভীরতা  খুঁজতে আমি হাজার ফুলের গন্ধ খুঁজে পাই।
সে বোঋাতে অনেক অভিমান লুকিয়ে!
তাকে বোঋা কি এত সহজ?

কবিতা তুমি কত বার কত মানুষের মুখ ঢেকে লুকিয়ে কান্না শুনেছো!
কত ভাঙা মনের গভীরে ডুবেছো।
কত পিশাচের অট্ট হাসিতে তাল মেলাতে দেখেছো
ওদের!
ওরা তোমাকে আটকে রাখতে চেয়েছে ,
তোমার চলার পথে ওরা দুপাশ থেকে তোমাকে আটকে রাখতে চাই।
তোমার চলার গতিকে ওরা ভয় পাই!
কবিতার ছন্দে , আলোড়িত দেহ মন,
তাই কি ওরা ভীত?

কবিতা তুমি কখনো ক্লান্ত হয়ে ,উদাস চাওনিতে আমাকে খুঁজেছো ?
আমার ঘামে ভেজা শরীরের প্রতি রন্ধে কত শত গল্প লুকিয়ে ।
আমার মাথার চুলের এলোমেলো চাউনি ,
কত বার কত কাছ থেকে দেখেছো।
তুমি তোমার বাইরের রুপ কত সাজে সাজিয়েছো
কিন্তু তোমার ভিতরের সেই রুপ কেও যে দেখেনি !
সে রুপ কি শুধু আমার জন্য?