তোমাকে কি সত্যিই ভুলেগিয়েছি ?
না সেভাবে মনের ভিতরে নিতেই পারিনি?
নিজেই নিজেকে প্রশ্ন করেছি ,আবার ভেবেছি ,ছি:ছি, এসব কি ভাবছি!
এসব ভাবনা কেন!
তুমি স্রোতের বিপরীতে চলেও কখনো ক্লান্ত হওনি ,
তোমাকে নারী মুক্তি আন্দোলনের ইতিহাসের পাতায় দেখেছি উজ্জ্বল নক্ষত্রের মত !
কত কত তত্বের সামনে দাঁড়িয়ে তুমি সব বিতর্কের উর্দ্ধে নিজের সিদ্ধান্তে অনড়।
তুমিই সেদিন প্রথম সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছিলে ,
তুমি ধর্ম নিরপেক্ষতার যে সুর বেঁধেছিলে ,আজও প্রাসঙ্গিক।
সেদিন তোমার হাত বাঁধা ছিল অদৃশ্য শিকলে,
তবু তোমাকে কোন শক্তি থামাতে পারেনি।
তুমি মানুষকে বাঁচাতে চেয়েছো ,
সতীদাহ বন্ধ আন্দোলন, জলন্ত চিতার আগুন থেকে মেয়েদের বাঁচানোর কথা বলেছে তোমার দৃঢ় কণ্ঠস্বর।
তুমি পেরেছো শত বিরোধীতার মাঝে ধর্মের নামে ধ্বংসের খেলার অবসান ঘটাতে !
তোমার সেদিনের লড়াই সমাজ সংস্কারের জন্য মাথা উঁচু করার লড়াই ।
তোমার লেখনি তরবারির মত ছুটেছে নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে।
তুমি নারী মুক্তির জনক,ভারত পথিক রাজারাম মোহন রায়।
তোমার পরিধি কোন দেশ সীমানার বন্ধনে আবদ্ধ থাকতে পারে না।
তুমি সমগ্র মানব জাতির ।
তুমি আমার গর্ব , আমার অহঙ্কার ।
আমি জানি তোমাকে ভোলার অর্থ নিজেকে ভোলা,
তবুও কোথাও কি একটা কিন্তু খোঁচা দেয় না!
সত্যি কি তোমাকে সেভাবে মনে রাখতে পেরেছি?