সে কোন অতীত থেকে শাসক তুমি কতবার যা খুশি বলে যাও করে যাও!
সবটাই ইউনিক, সবটাই স্টাইল বলে চালিয়ে দেয় তোমার সাগরেদরা !
তুমি ধর্ম রাজনীতি শিক্ষা সব বিষয়েই যা খুশি বলতে পার ,
তোমার ভুল তথ্যে নিজেদের লজ্জায় মুখ লুকাতে হয়।
কিন্তু তুমি বুকফুলিযে চলেছো, তুমি তো শাসক!
জনগনের ভোটে তুমি ক্ষমতায়, রাজ শক্তির বলে বলিয়ান!
তুমি স্বদর্পে বলেছো তোমার বলায় কোন বাঁধা থাকবে না।
তোমার হাতে শাসকের ক্ষমতা
তুমি অশিক্ষিত মূর্খের মতো যা খুশি তাই বললেও ,
হাত তালি দিয়ে ঠিক ঠিক বলার জন্য কত শিক্ষিত জ্ঞানীগুনিরা লাইন দিয়ে দাঁড়িয়ে !
ইতিহাস সাক্ষী ঐশ্বরিক রাজতন্ত্র আদর্শের সুচতুর প্রয়োগ সেই সুদূর অতীত থেকে।
তোমাকে আটকাবে সাহস কার
তুমি জন প্রতিনিধি তুমি ক্ষমতার পাহাড় !
শাসক তুমি বলে যাও,
সবাই আমরা চুপ ,সবাই সুর করে বলি ঠিক ঠিক!
রাতের আঁধারে মুখ লুকিয়ে,মুচকি হাসতেও ভয় পায়!
কিন্তু ইতিহাস তোমাকে কি ছাড়বে ?