কবি তোমার কল্পনার রঙে মোড়ানো চরম বাস্তব একদিন ইতিহাস হবে!
তোমার আঁকা মোটা বেটে, লম্বা, কালো, ফর্সা সব কিছুই হারানো অতীত ।
লোভ লালসা,চাওয়া পাওয়া ও শক্তি সামর্থ, সম্পর্কের লম্বা চাদর সব কিছুই ছিন্ন হবে মৃত্যুর হাত ধরে !
তবু মনে হয় সব কিছু স্হায়ী, কত কিছুই আমার চাই!
কবি তোমার কল্পনার রঙে মোড়ানো চরম বাস্তব একদিন ইতিহাস হবে।
তবু চরম সত্যি মানতেই চাই না মন, কখনো কখনো মনে হয় মানতে দিতে চাইনা !
হালকা শীতের স্পর্শ শিউরিত সাঁঝের আঁধার , ঝি ঝি পোকার লয় !
মন হারানো দুর কোন দেশ, মুখ গোমরা মেঘলা আকাশ , অচেনা অদেখা পাখিদের কোলাহল।
সব কিছু মনে হয কত চেনা কত জানা। এসব কিছুও একদিন অতীত হবে ।
কিন্তু কবি তোমার লেখা সে তো হারিয়ে যেতে পারে না ।
শতাব্দির মোড়ানো আঁচলে তোমার শব্দে মোড়া তোমার প্রতিটা মুহুর্ত ধরা থাকবে পরম যত্নে !
কে বলে তুমি হারিয়ে যাবে ।
ইতিহাসের বুকে মাথা রেখে তুমি থাকবে শত শত যুগ ধরে।