শাসকের নিদান ইতিহাস লেখায় নজর দেওয়া দরকার ,
ওদিকে তীক্ষ্ণ নজর চাই!
ওরা বলে, ইতিহাসের তথ্যের সাথে কিছু কল্পনা
আর কয়েক চামচ শাসকের 'চাওয়া' পাঁচফোড়নের মত মিশিয়ে দিতে হবে।
ওরা জানে বেশ সুস্বাদু খাবারের পদ তৈরি হবে!
ওরা বিশ্বাস করে, মানুষ ভালোই খাবে ,
চিন্তা কিসের খাওয়াটাই শেষ কথা।
শাসকের দৃঢ় বিশ্বাস, অতীতের সত্য ঘেটে কষ্টিপাথর ঘষা খেয়ে,নিজেকে খোঁজা অর্থহীন!
ওরা কতবার বলেছে নিজের মত ইতিহাস বানাতে ক্ষতি কিসের!
শাসকের চাওয়ার সাথে সুর তাল মেলাতে কিছু তথ্যের বিকৃতি ঘটলে ঘটুক না।
গবেষকের হতাশ চেহারা দেখে,
ভোরের আকাশের আলো লজ্জায় মুখ ঢাকলে ঢাকুক না।
শাসকের চাওয়া জয় হউক, শাসক বেঁচে থাকুক ইতিহাসের পাতা জুড়ে।
ইতিহাস সাক্ষী, শাসক নিজের মত করে আইন কানুন নিয়ম-নীতি সবকিছুকে ঘষে মেজে নেয়।
অদৃশ্য লেখনীর স্পর্শে তৈরী হয় শাসকের আইন!
ইতিহাসের কচকচানিতে হোঁচট খেতে হয় শাসকের উদ্দেশ্যের !
ওরা যে দেশের ইতিহাসকে নিজের মতো তৈরি করে,
ধর্ম রাজনীতি ঐতিহ্য সবকিছুকে তালগোল পাকিয়ে দিতে চাই।
তবু কি প্রকৃত ইতিহাস চেপে রাখা যায়?