দলে দলে মানুষ চলেছে , মানুষের ভীড়ে কিছু অমানুষ!
কত কথা কত যুক্তি, মানুষ সেজে মানুষের মাঝে অমানুষের স্বস্তি ।
ওরা চুরি করে , জোচ্চরিতে ওরা সিদ্ধহস্ত!
ওরা অপরাধ ঢাকতে মানুষের ভীড়ে লুকিয়ে যায় অনায়াসে ।
ওদের শয়তান রুপ ঢাকা থাকে মুখোশের আড়ালে !
দলে দলে মানুষ চলেছে, মানুষের ভীড়ে কিছু অমানুষ!
ওরা নিতী নৈতিকতাকে ধর্ষন করে প্রকাশ্য দিবালোকে,
ওরা সহজেই আইন কানুনকে পকেটে পুডে অট্ট হাসি হাসে !
ওরা সুযোগ সন্ধানী , ক্ষমতার পাশে ঘুরঘুর করে ।
ওদের হাত তেল চপচপে ,সুযোগ পেলেই তৈল মর্দন করে ।
দলে দলে মানুষ চলেছে , মানুষের ভীড়ে কিছু অমানুষ!
ওরা কত সুন্দর তরিকায় সরল সাধারন মানুষের ভেক ধরে ।
ওদের অভিনয়ে ঢাকা পরে ওদের আসল চরিত্র ।
ওদের শয়তান চোখের গভীরে ঢুকে দেখিনি কখনো ।
কিন্তু, আর কত দিন?
আর না, ভালো মানুষের দল একদিন শয়তানদের মুখোশ জ্বালিয়ে দেবে!
সেদিন শত সহস্র মানুষের কাছে ওদের আসল চেহারা ফুটে উঠবে।
সবাই দেখবে, কি ভয়ংকর ওদের আসল রুপ !