ভুলে গেছি হয়তো পুরনো স্মৃতি …
ওসব বাহানা,প্রয়োজন অপরজনের টানাপোড়েমে অজুহাত মাত্র।
কিছুই কেও ভোলে না সবটাই অজুহাত।
চেনা সর্ম্পকের অচেনা রুপ,জানা বোঝা অজানার মোড়কে মোড়া
সব কিছুই জীবনের চলার প্রয়োজনে।
সে কোন সময়ের কথা পথ হারিয়ে জঙ্গলের গভীরে, অন্ধকারে ভাঙ্গা ডাকাত কালীর মন্দিরের চাতালে রাত কাটানো।
ঘুম চোখে মন্দির ঘিরে হাতির গর্জন,নিঃশব্দে শুয়ে থেকে কত কিছুই ভেবেছি,সেদিনও মনে হয়েছিল এই বুঝি সব শেষ ! কিন্ত সেদিন পেরেছিলাম।
ভুলে গেছি হয়তো পুরনো স্মৃতি …
কত দিন ইচ্ছে করছি ঐ নীল আকাশে ডানা মেলে ঊডতে থাকা পাখি টার মত প্রান খুলে উড়বো, সেখানে প্রয়োজনের বন্ধন থাকবে না ,
থাকবে না চেনা অচেনার লুকোচুরি।
সব আগে প্রয়োজনের লম্বা লম্বা তালিকার বিদায় দেব
দেখি না জীবন তার নিজের ছন্দে কি সুর তোলে!
ছোট ছোট সম্পর্কের বন্ধনে মাতিয়ে তুলি ভালো লাগার ঝড়।
শুধু একবার নিজেকে নিজের সামনে দাঁড় করিয়ে প্রশ্ন করি , কেন আমি সমঝোতার নামে দু পায়ে শিকল পড়বো ?
কেন চিৎকার করে বলতে পারবো না,
তোমার দু চোখের রঙিন চশমা খুলে
তোমারও নিজেকে আয়নার সামনে দাঁড় করানোর দরকার?