হাইকোর্টের আকাশে নীল ভেদ করে,
পেজা তুলোর মত মেঘের বুক থেকে উঁকি মারছে উড়ন্ত কত গুলো পাখি!
ওরা ঠিক হাইকোর্টের মাঝখানে ওরা সবটাই দেখতে পাচ্ছে।
কত কর্মব্যস্ততা কত সমস্যা কত চিন্তা কত খুশি কত ভরসা সব কিছুর নীরব সাক্ষী ওরা।
ওরা কত দুর দিয়ে দেখে ওরা কতদূর পর্যন্ত ভাবে।
ওরা দুপুরের রোদে মিষ্টি আলো মাখে!
ওরা ধীর স্থির , ওদের কুচকুচে কালো রঙ ঘন সাদা মেঘের ঊপর জ্বলজ্বল করছে।
ওরা ডানা মেলে মন খুলে উড়ছে ।
তখন দুপুর বিদায় নেয়নি কিন্তু কালো মেঘে ঢেকে গেল চারপাশ!
এক ঝাঁক কালো মেঘ বিধান সভার আকাশ হয়ে ,
হাইকোর্টের মাথায় !
কিছু মেঘ রাজভবনের আকাশ ছুঁয়ে হাইকোর্টের মুখে।
ঝমঝমিযে বৃষ্টি , পাখিগুলো ভিজে চপচপে ,
জলে জলমগ্ন চারপাশ।
তবু সব কিছু একই গতিতে একইভাবে এগিয়ে চলেছে
পাখি গুলো ডানা ঝাপটা দিয়ে চিৎকার করে বলবো
হাইকোর্টের আকাশ থেকে বলছি, ঝলমলে রোদ উঠেছে
কোথাও ছিঁটে ফোটা মেঘ নেই সবকিছু একই ছন্দে বাজছে !
কোথাও এতটুকু সুর কাটে নি।