সেদিন শহরের কোর্ট চত্বরে গিয়ে ফুটপাতের বইয়ের দোকানে দাঁড়িয়ে ছিলাম, বই কিনতে বা দেখতে যাইনি নিজের কাজে কোর্টে গিয়েছি ।
গাছ তলায় বই ছড়িয়ে বিক্রি করছে , প্রচণ্ড গরমে ওরা গাছের নিচে বই পাহাড়ে , ওরা পুরনো বইয়ের গন্ধ নিচ্ছে !
ওরা সবাই অল্প বয়সের , ওরা বই বিক্রি করে।
আমি নিজের কাজে এসেছি তবু একটু থমকে দাঁড়ালাম!
এভাবে দাঁড়ানোর কারন কি?
শুধু কি ভাবনা , এভাবে তো কখনো ভেবে দেখিনি।
ওরা বই বিক্রি করছে , ওরা বিক্রির আনন্দে মশগুল ,
ওদেরও তো সমালোচনা হয় ।
ওদের দেখে কত প্রশ্ন জাগে ,
সমালোচনাহীন কাউকে কি পাওয়া যায় না?
মানুষ তো আলোচনাতেই বাঁচতে চাই !
আলোচনায় সে মসলা কোথায় ,সমালোচনায় কত রস ,
তাই মানুষ সমালোচনার হাত চেটেপুটে খায়?
বেশ রসালো একটা ভাব , হাতমুখ মাখামাখি!
তাই কি বলে সমালোচনা ছাড়া মানুষ চেনা দায় ,
তাই কি অস্তিত্ব হীন হতে হয়?
তবু ওরা নিরুত্তাপ, ওঁরাও বইয়ের পাতা উল্টাই
ওঁরাও নিজেকে দেখে , গরমে জামা ভিজে চপ চপ করছে !
তবু ওরা একভাবে বই এর গন্ধ মেখে কি সুন্দর আনন্দে আছে।
এভাবেও তো ভাবা যায় ,এভাবেও তো দেখা যায় !
মনের সাথে কাজ দুটো মিলেমিশে একাকার ,
একেই কি বলে ভালোলাগা ?
কখনো কি ভেবেছি এভাবেও বাঁচা যায় ?