এই আঘাতের সত্যি কি কোন প্রয়োজন ছিল ?
সেই লোকটি হাসপাতালের বেডে, রক্তে ভেসে যাচ্ছিল।
ওর মাথা লাঠির আঘাতে চৌচির!
ওর রাজনৈতিক রঙ দেখা উচিত ? রঙ খোজা দরকার? ওর রক্ত যথেষ্ট না?
ও একজন মানুষ ওর বাঁচার অধিকার আছে।
লোকটি কোমায় চলে দিয়েছে সবকিছুর বাইরে চেতনা হীন জগতে।
প্রশ্ন করবো না , এসবের সত্যিই কি প্রয়োজন ছিল? এ পক্ষ ও পক্ষ , কত বিতর্ক কত আলোচনা সব কিছুই মূল্য হিন।
ও কারো বাবা, কারো স্বামী আবার কারো ছেলে কিন্তু ভেনডিলেসনের যন্ত্রে সাজানো সম্পুর্ন নিশ্চুপ !
লোকটি ঘরে ফেরার আশায় যে মানুষ পথ চেয়ে আছে , তারা জানে না কোমায় যাওয়া কাকে বলে ,
জানে না ভেনডিলেসনে কি হয়।
তাঁরাও কি এসব জানে যারা, পেশি ,ফুলিয়ে বাঁশের লাঠি উচিয়ে মাথা চৌচির করেছে ?
লোকটি পরিবারের একমাত্র রোজকেরে,
ওর প্রতিদিনের আয় পরিবারে খাবার জোটে ওরা গরিব,
ওদের ঘরের ছাঁদের ফুটো বৃষ্টির জল আটকাতে পারে না,
ওরা রেশনের লাইনে দাঁড়াই ,ওরা কত কষ্টে থাকে। ওদের রাজনৈতিক দল খুঁজবে ?
রাজনীতির ছোয়াতে ফিকে হবে ওদের উপর আনা অত্যাচার!